মির্জাপুর প্রতিনিধি : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়।
বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও কুমুদিনী হাসপাতালে পৃথক পৃথক ভাবে কর্মসূচীগুলো পালিত হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মির্জাপুর প্রেসক্লাব, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এবং সকাল ১১টায় দলীয় কার্যালয়ে ১০১ পাউন্ড কেককাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এসময় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন; মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম; উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক; উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ।
সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে পৃথকভাবে জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। সম্পাদনা – অলক কুমার