মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুর রউফকে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দায়িত্ব দেয়া হয়।
মঙ্গলবার (০৪ এপ্রিল) এই দায়িত্ব দেয়া হয়।
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কমিটির সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন – মামলার কথা জানেন না পাসপোর্ট অফিসের উপ-পরিচালক
উল্লেখ্য, ২০২২ সালের ৯ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি গুরুত্বপূর্ণ দুই পদে থাকতে পারবেন না।
এ কারণে আবুল কালম আজাদ সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে কেন্দ্রীয় বিএনপির নিকট পদত্যাগ পত্র জমা দেন।
তিনি পদত্যাগ করার পর উপজেলা বিএনপির প্রথম সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর এডভোকেট আব্দুর রউফ বলেন, ৯০ সালে ছাত্র নেতৃত্ব দিয়ে স্বৈরাচার সরকাকে হটিয়েছি।
আরো পড়ুন – টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে “চ্যানেল ফি” না দেওয়ায় মারামারি, মামলা
বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালম আজাদ সিদ্দিকীর দিক নির্দেশনায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আন্দোলনের ডাক দিয়েছেন; সেই আন্দোলন সফল করতে কাজ করে যাবেন বলে তিনি জানিয়েছেন।