মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপলোর করটিয়া ইউনিয়নের তারটিয়া ভাতকুড়া এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিক ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মোশারফ আলী খান এর বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ঘর ও আসবাবপত্র সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মহিবুর রহমান খান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, বাড়িটিতে কেউ থাকতো না। সেই সুযোগে এলাকার কিছু চিহ্নিত মাদক সেবী মাঝে মাঝে সেখান আসর জমাতো। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে তারা কিছু বলতে পারেন নি।
মহিবুর রহমান খান বকুল জানান, রাত ২টার দিকে ঘরের মধ্যে আগুন দেখতে পাই। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এর মধ্যে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, বাড়ির এই ঘরটি আমাদের অনেক পুরাতন একটি ঘর। অনেক পুরাতন এই ঘরটি শাল কাঠ দিয়ে তৈরি ছিলো, তা ছাড়া ঘরের পাঁচটি কক্ষে পাঁচটি শাল কাঠের খাট সহ অন্যান্য আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।