কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে যেভাবে অপমান করা হয়েছে, সেটি বাংলাদেশকেই অপমান করা হয়েছে। তিনি বলেন, যে-ই হোক, মুক্তিযোদ্ধাদের অপমান বরদাশত করা যায় না।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে মোবাইলে অসৌজন্যমূলক ও অশালীন ভাষায় অপমানের প্রতিবাদে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার মাধ্যমে প্রার্থী আহমেদ আযম খান জাতির প্রতি অসম্মান দেখিয়েছেন। এ ঘটনায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।











