মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে এক অপ্রাপ্তবয়স্ক নারী যাত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদ (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে সদর থানা পুলিশের একটি টিম শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, শুক্রবার (৯ মে) রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় এমভি ক্যাপ্টেন লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে জোরপূর্বক বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। ওই সময় উপস্থিত ৫০-৬০ জন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং অনেকেই ভিডিও ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে আরও ১৫-২০ জন যুবক যাত্রীদের বেপরোয়াভাবে মারধর করে। ঘটনার ভিডিওতে অভিযুক্ত হিসেবে জিহাদকে শনাক্ত করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, “ভুক্তভোগী নারীর পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ না পেলেও, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত যুবক জিহাদ অনুতপ্ত জানিয়ে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।