যমুনা সেতুর ওপর বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের যমুনা সেতুর ওপর বাসের ধাক্কায় বাবা ও ছেলেসহ ৩ জন প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে যমুনা সেতুর ১৩ নম্বর পিলারে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দী মহল্লার রইজ উদ্দিন (৫৫) ও তার ছেলে শাহরিয়ার রিপু (২৭) এবং সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি চন্দ্র শেখর (৩৫)।
আরো পড়ুন – ছাত্ররা চাঁদাবাজির অভিযোগ আনলো ইউএনও’র বিরুদ্ধে
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, ভোরে সিরাজগঞ্জ শহর থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে সেতুর ১৩ নম্বর পিলার ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
এতে ট্রাকটি চলে গেলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভিতরে থাকা ৩ জন যাত্রী নিহত হয়। আহত হন আরও ৮ যাত্রী।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া আহতদের উদ্ধার একই হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তারা এখন শঙ্কামুক্ত।
আরো পড়ুন – টাঙ্গাইলে চাঁদা না দেয়ায় শিল্পপতির বাসায় হামলা
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, যানজট এড়াতে দ্রুত ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে সরানো হয়।