যশোরে ঘরের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত চার বছর বয়সী শিশু খাদিজা অবশেষে মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে তার মৃত্যু হয়। নিহতের বাবা শাহাদত গাজী মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “ডাক্তারদের পরামর্শে খাদিজাকে ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই সে আমাদের ছেড়ে চলে যায়। এখন তার নিথর দেহ নিয়েই ফিরে আসছি।”
সোমবার সকাল ৮টার দিকে যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের পাশে নূর-উন-নবীর বস্তিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খাদিজা (৪) ও তার ভাই সজিব (৭) আহত হয়। খাদিজার অবস্থা ছিল আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুদের কক্ষের পাশেই থাকেন এক যুবক মুসা ওরফে সাগরের মা। অভিযোগ উঠেছে, মুসা ওই ঘরে বোমা তৈরি করতেন। ধারণা করা হচ্ছে, তার তৈরি বোমার বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। যশোরের পুলিশ সুপার রওনক জাহান জানান, “বিস্ফোরিত বস্তুটি কী ধরনের বোমা ছিল, তা এখনো বোঝা যাচ্ছে না। বোমার ধরন চিহ্নিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”