যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নিয়ে সম্প্রতি জারি হওয়া কড়াকড়িতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের মধ্যে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।
আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের (AILA) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অন্তত ৩২৭ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয়, আর ১৪ শতাংশ শিক্ষার্থী চীনের। তালিকায় দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থীরাও রয়েছেন।
এই ভিসা বাতিলের কার্যক্রম পরিচালনা করছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। গত চার মাস ধরেই তারা বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ উঠেছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় প্রোফাইল বিশ্লেষণ করছে, যার ফলে অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হচ্ছে।
এ পরিস্থিতির পেছনে রয়েছে ‘Catch and Revoke’ নামের একটি নতুন প্রোগ্রাম, যা গত মাসে চালু করেন মার্কিন সিনেটর ম্যাকরো রুবিও। এর আওতায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ইহুদি-বিরোধী মত প্রকাশ বা হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই নতুন কড়াকড়ি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তি ও নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা।