দেশে খাদ্য নিরাপত্তা জোরদার করতে ভারত থেকে চাল এবং যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, “চালের বিষয়ে আমরা সবসময় সজাগ। আমরা নন-বাসমতি চাল আমদানি করব, আর গম ৫০ হাজার মেট্রিক টন আসবে যুক্তরাষ্ট্র থেকে।”
চাল আমদানির কারণ প্রসঙ্গে তিনি জানান, সরকার খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত রাখতে আগাম পদক্ষেপ নিচ্ছে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আসন্ন বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমে সমস্যা হয়, তবুও যেন দেশে চাল, গম, লবণ ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট না দেখা দেয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “বর্তমানে দেশে চালের কোনো সংকট নেই। তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকাটা সবসময়ই ইতিবাচক। পাশাপাশি খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রমও আবার শুরু করা হয়েছে।”
বিদেশ সফর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, এটি মূলত একটি ফলো-আপ বৈঠক, যেখানে আগের আলোচনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, “আইএমএফ-এর পাইপলাইনে এখনো কিছু অর্থ আছে। এছাড়া এডিবি, এআইডিবি এবং বিশ্বব্যাংকের সঙ্গেও আলোচনা হবে।”
ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, এই সফরে বিশ্বব্যাংকের সঙ্গে দুটি নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।