রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার জানান, কেন্দ্রীয় আন্দোলনের পাশাপাশি রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবেই তারা প্রশাসনিক ভবনের সামনে জড় হয়ে কর্মকর্তাদের বেরিয়ে যাওয়ার সময় দিয়ে পরে তালা লাগান।
এর আগে রোববার বিকেলে ইনস্টিটিউট মাঠে সমাবেশ শেষে তালা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত শুক্রবারও রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে শহরে মিছিল করে।
এ বিষয়ে জানতে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।