মাদারীপুরের রাজৈরে বিভিন্ন দেশে পাঠানোর ও ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় চার কোটি টাকা প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর থেকে তাদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের আলতাফ খানের ছেলে জহিরুল ইসলাম ওরফে সিলন খান (৪০) ও একই এলাকার নুর নাহার কনা (৩৪), সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে।
পুলিশ জানায়, মাদারীপুর আদালতে প্রতারণা মামলায় জহিরুল ইসলাম এক বছরের এবং তার স্ত্রী নুর নাহার কনা ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার যশোরের ভারত সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী অ্যাডভোকেট ইমন হোসেন অভিযোগ করেন, “আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা ২২ লাখ টাকা হাতিয়ে নেন। পরে আমাকে ২১ লাখ টাকার একটি চেক দেন, যা ডিজঅনার হওয়ায় আমি চেক ডিজঅনার মামলা করি।”
রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান জানান, “প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের থানায় রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”











