রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে—এমন সতর্কবার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, যদি আলোচনা জটিল হয়, তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না।
তিনি বলেন, “মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা বন্ধ করতে চাই। কিন্তু কোনো একটি পক্ষ যদি পরিস্থিতি জটিল করে তোলে, আমরা বলব—তোমরা বোকা, গর্দভ, ভয়ানক—এবং আমরা বেরিয়ে আসব।”
এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই ধরনের বার্তা দেন। তিনি বলেন, “সপ্তাহ বা মাস ধরে আলোচনা টেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের অন্য অগ্রাধিকারের দিকেও নজর দিতে হবে।”
এদিকে, আলোচনার মধ্যেই ইউক্রেনের খারকিভ ও সুমিতে রুশ হামলায় অন্তত ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া, এবং এখনও পূর্বাঞ্চলজুড়ে তাদের অগ্রগতি চলছে। শুরুতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী থাকলেও, বর্তমানে আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করছে ওয়াশিংটন।