রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘ইতোমধ্যে কিছু বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। তবে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) গঠন নিয়ে এখনো বেশ কিছু দল দ্বিমত পোষণ করছে। আমরা কোনো কিছুই জোর করে চাপিয়ে দিতে চাই না।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সবার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে বেশি করে আলোচনায় বসতে হবে এবং দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে।’
আজকের আলোচনায় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।