কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ইব্রাহিম আলী (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিটি ভাঙচুর করে আগুন জালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিহত ইব্রাহিম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার রুহুল আমিনের ছেলে।
সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্র। এতে গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা খাতুন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে নিজবাড়ি থেকে দাদির সঙ্গে স্কুলের উদ্দেশে রওনা হয় ইব্রাহিম।
স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় ইব্রাহিম ও তার দাদি আনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত্যু ঘোষণা করেন। তার দাদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেন।
একই সঙ্গে সড়ক অবরোধ করলে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের দল গাড়ির আগুন নিভিয়ে দেন। প্রশাসনের কর্মকর্তারা সড়কে যানবাহন চলাচলের জন্য সড়ক ফাঁকা করে দেন এবং যানচলাচল স্বাভাবিক করেন। কুষ্টিয়া সদর মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ‘বালুবাহী ট্রলির ধাক্কায় ইব্রাহিম নিহত হয়েছে।
তার দাদি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক চালক পলাতক। তবে হেলপারকে আটক করেছে পুলিশ।’