টাঙ্গাইলের ভূঞাপুরে সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন ব্যবসায়ী বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন তিন লাখ টাকা। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইল পৌর শহরের ল্যাবজোন ক্লিনিক এলাকার সামনে এই ঘটনা ঘটে।
ভূক্তভোগী বিদ্যুৎ সরকার জানান, মঙ্গলবার বিকেলে ভূঞাপুর বাজারের তার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এক অপরিচিত ফেরিওয়ালা আসে। সে তার হাতে থাকা একটি সৌদি রিয়াল দেখায়। পরে ওই প্রতারক জানতে চায়, এটি চালানো যাবে কিনা। এসময় প্রতারককে বলি ব্যাংক বা মানি এক্সচেঞ্জ ছাড়া এই টাকা চালানো সম্ভব নয়। এসময় ফেরিওয়ালা নানা কৌশলে রিয়াল বিক্রির প্রস্তাব দিয়ে লোভ দেখায়। পরে সন্দেহ দূর করতে সৌদি ফেরত খালাত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। যে ভাই আগামী সপ্তাহে সৌদি যাওয়ার কথা ছিল।
পরদিন সকালে ফেরিওয়ালা আবার যোগাযোগ করে। এসময় সে জানায়, ৩০ টাকা দরে সব সৌদি রিয়াল বিক্রি করবে। খালাত ভাইয়ের পরামর্শে বিদ্যুৎ সরকার তিন লাখ টাকা ধার, দেনা করে জোগাড় করেন। বুধবার বিকেলে তিনি খালাত ভাইকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরের ল্যাবজোন ক্লিনিকের পাশে পৌঁছান। সেখানে আগেই উপস্থিত ছিলেন চারজন ব্যক্তি। তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং ফেরিওয়ালা একটি ব্যাগে থাকা সৌদি রিয়াল দেখায়।
কিছুক্ষণ পর ফেরিওয়ালা সেই ব্যাগটি বিদ্যুৎ ইসলামের হাতে তুলে দেয়। তিনি ব্যাগটি হাতে নিয়ে সামনে এগোতেই ফেরিওয়ালা সটকে পড়ে। পরে ব্যাগ খুলে দেখেন কোনো রিয়াল নেই, কেবল কাগজে ভরা। প্রতারকের দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় সালাম নামের ওই ফেরিওয়ালাকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
			 
    	 
		     
                                
 
                                




 
							




