নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল কারখানায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ দুই নিরাপত্তা কর্মী মারা গেছেন। সোমবার (৫ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—মো. আব্দুল হান্নান (৫০) ও কবির হোসেন (৪৫)। তারা দুজনই ওই কারখানার নিরাপত্তা প্রহরী ছিলেন।
গত ১ মে শ্রমিক দিবসে কারখানা বন্ধ থাকায় অতিরিক্ত চাপে গ্যাসের মিটার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায় এবং চারজন প্রহরী দগ্ধ হন। তাদের মধ্যে হান্নান ও কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রূপগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহতদের পরিবার চাইলে মামলা গ্রহণ করা হবে।