ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবিসহ দেসব্যাপী আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে নারী শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা ও ধর্ষণ-ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের সাজা একটাই, মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন ছিল। তাদেরকে ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, আপনারা বিচার করুন, না হলে আমরা মব করব, একেকজন ধর্ষকদের ধরে শাস্তি দেবো। যারা বলেন- মব করবেন না।
জুলাই-আগস্ট মবের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। নৈতিক বক্তব্য দিয়ে স্বাধীন হয়নি। সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, গুম ও খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। তারা আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। একই সঙ্গে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই অবস্থা চলতে থাকলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।