লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক (৩৮) এবং অপরজন স্থানীয় ব্যবসায়ী ওসমান গণি (৫০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক ঢাকার বাসিন্দা হলেও কমলনগরের চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অপর নিহত ওসমান একই উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে। তিনি পেশায় একটি মুরগির খামারের ব্যবসায়ী ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন—চরফলকন গ্রামের রিজভি ও নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আকাশ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, রফিক ঢাকা থেকে বাসে করে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় নামেন এবং সেখান থেকে অটোরিকশায় করে কমলনগরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় রফিকসহ তিনজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
অপর আহত ওসমান গণিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার মামাতো ভাই মোস্তাফিজুর রহমান টিপু।
ঘটনার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, “রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
এদিকে, কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. অরুপ পাল জানান, রফিক হাসপাতালে আনার আগেই মারা যান।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।