কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় তার বাড়ি থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি রবিউল হোসেন রবু (৪২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় খাদ্যবান্ধব ডিলার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে রবিউলের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে রাখার কথা স্বীকার করেন।
ঘটনার সময় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি রিকশায় চাল বহনের সময় সফিকুর রহমান নামে এক রিকশাচালককে আটক করে।
রবিউলের দলীয় সহকর্মীরা বলেন, দলের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া চলছে।