লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলে কালিহাতীর লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড ও ১৩টি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে উপজেলার চর ভাবলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী এর নেতৃত্বে কালিহাতি উপজেলার লৌহজং নদীতে (চরভাবলায়) এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ১ জনকে ৩ মাস এবং ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল (৩০); সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪) এবং বাসখানপুরের জহিরুল ইসলামের ছেলে আ. কুদ্দুস। সম্পাদনা – অলক কুমার