এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে বেশ কয়েকদিন ক্লাস বন্ধ হয়—দাবি পূরণের পরে শিক্ষক নেতারা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার ঘোষণা দেন। ঘোষণার পর থেকেই দু’ধরনের প্রশ্ন উঠেছে: শনিবার ছুটি কি বাত হবে এবং কতদিন পর্যন্ত শনিবার ক্লাস চলবে।
এই বিভ্রান্তি ঘিরে আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ২০ নভেম্বর থেকে দেশের স্কুল-মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই পরীক্ষার আগে মোট ৪টি শনিবার ক্লাস নেওয়া হবে।
আজিজী আরো বলেন, শুক্রবার ঘোষণা নয়—এ সিদ্ধান্ত আমরা আমাদের বিবেকের ভিত্তিতে নিয়েছি; মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো নির্দেশ নেই। যারা শনিবার ক্লাস না রাখবে, তাদের বিরুদ্ধে তদারকি ও প্রয়োজনে জোটের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে—তিনি এ ব্যাপারে কড়া সুর বজায় রেখেছেন।
শিক্ষকরা মূলত বাড়িভাড়া ২০% বৃদ্ধিসহ মোট তিন দাবিতে আন্দোলন করে; তবে সরকারের পক্ষ থেকে দুই দফায় মোট ১৫% বাড়িভাড়া ভাতা দিয়েছেন বলে বলা হয়েছে — প্রথম ধাপ ৭.৫% আগামী নভেম্বর থেকে কার্যকর এবং বাকি অংশ পরবর্তী জুলাইয়ে কার্যকর করার কথা; কিন্তু আর্থিক মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন দেয়নি। আজিজী সতর্ক করেছেন, সরকার যদি শিক্ষকদের স্বার্থ অগ্রাহ্য করে কোনো একতরফা সিদ্ধান্ত নেয়, তাহলে ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়েই মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দেওয়া হবে।
শিক্ষক নেতারা দাবি করছেন—জনগণ তাদের সঙ্গে ছিল এবং শিক্ষার্থীর ক্ষতি ক্ষতি পুষিয়ে দেওয়া তাদের দায়িত্ব। ২০ নভেম্বর পর্যন্ত শনিবারগুলো বন্ধ থাকবে না—এটাই জোটের চূড়ান্ত সিদ্ধান্ত বলে আজিজী জানিয়েছেন।