শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ট্রাক পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর প্রায় এক কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। আগুন ও সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় নাওডোবার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকাগামী যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে, শরীয়তপুরের স্থানীয় সড়কগুলোতে সকাল থেকে সীমিত আকারে দূরপাল্লার বাস চলাচল করছে।











