শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে মুখোশধারী একদল যুবক, যাদের পরিচয় ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতাকর্মী হিসেবে জানা গেছে। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে একটি দল মাঝিরহাট এলাকায় এসে রাস্তার উপর গাছ ফেলে দেয় এবং পাটকাঠি ও টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক ছড়ায়। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে ‘হরতাল সফল করতে হবে’ বলে চিৎকার করতে থাকে।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। অবরোধকারীরা পালিয়ে গেলে সড়ক থেকে গাছ ও পুড়ে যাওয়া টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার একটি ভিডিও ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের কয়েকটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী বাদশা হাওলাদার বলেন, ‘‘আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার মাঝখানে আগুন আর গাছ পড়ে থাকতে দেখি। কয়েকজন আমাকে থামতে ইশারা করে। সন্দেহ হওয়ায় দ্রুত সরে গিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে পুলিশে ফোন করি।’’
নশাসন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার জানান, ‘‘স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা সড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।’’
এনসিপির শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠনটির কিছু সদস্য বারবার গোপনে এমন তৎপরতা চালাচ্ছে। পুলিশ যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। জনগণের ভোগান্তি রোধে আমরা এসব চক্রান্ত প্রতিহত করবো।’’
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ‘‘অজ্ঞাতনামা কিছু লোক সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছিল। স্থানীয়রা সরিয়ে দিলে আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। জড়িতদের শনাক্তে অভিযান চলছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’