টাঙ্গাইলের পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল “খবরবাংলা ২৪ ডটকম”এ “রমজানের শুরুতেই টাঙ্গাইলে সবজির বাজার চড়া” শীর্ষক সংবাদ প্রকাশের পর আরো কঠোর অবস্থানে বসেছে ভোক্তা অধিকার অধিদপ্তরসহ প্রশাসনের সকল মহল। আর সংবাদের প্রেক্ষিতে প্রতিটি বাজার পর্যবেক্ষণ করে তার সত্যতা পান। তারই ধারাবাহিকতায় শহরের কাচাঁবাজারগুলোতে তাদের অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১১টি সবজি ব্যবসায়ী এবং ৫টি মুদির দোকানদারকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে বটতলা এবং ছয়আনী বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম খবরবাংলা ২৪ ডটকমকে বলেন, বাজারে গিয়ে প্রথমে দেখা যায় শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৬০ টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৫০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পরে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে প্রতিটি পণ্যের দাম ১৫ থেকে ২০ টাকা কমে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মোবাইল অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় র্যাব ও পুলিশ সদস্যরা তাদের সার্বিক সহযোগিতা করেন।