টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় চুরি হওয়া ব্যাটারিচালিত একটি অটোভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে আলামিন এবং কীর্ত্তনখোলা মিলপাড় এলাকার মৃত পলান সিকদারের ছেলে আনোয়ার হোসেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সখীপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। থানার প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্যানচালক রুবেল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাচাবাজার এলাকায় তার অটোভ্যান রেখে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে যান। ফিরে এসে তিনি দেখতে পান, ভ্যানটি চুরি হয়ে গেছে।
ঘটনার পর রুবেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই এসআই লিবাস চক্রবর্তীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়।