সখীপুরে শিক্ষক ও তার পরিবারের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদরাসার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়।

এসময় ঢাক সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকায় ঘন্টাব্যাপী বিশাল যানযটে অনেক যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ; সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক এম এ গফুর মিয়া; দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ; বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব; চাকদহ দাখিল মাদরাসার সুপার হোসেন আলী; প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর; দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন; প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান কবির; কৃষক শ্রমিক জনতালীগ নেতা আশিক জাহাঙ্গীর; রকিবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম; প্রতিমাবংকী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল; উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া; ইউপি সদস্য নজরুল ইসলাম; বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুজ্জামান প্রমুখ ।

প্রসঙ্গত: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদাদাবি করেন।

টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় পরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে তিনি ঢাকার “হেল্থ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল” এ আইসিওতে চিৎিসাধীন রয়েছেন।

অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই কাশেম শিকদার, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, নিউজ টাঙ্গাইল এর সম্পাদক সাইফুল ইসলাম সাফলু,মোজাম্মেল হোসেন সজল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, বাদল হোসাইন, কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী প্রমুখ। সম্পাদনা – অলক কুমার