টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হোটেল ও পাঁচটি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের কারণে ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার, বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, ভূইয়া মেডিসিন কর্নারকে ৪ হাজার এবং সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, পঁচা ও বাসি খাবার বিক্রি ও অন্যান্য অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।