টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এর আগে গত সোমবার (৭ জুলাই) বিকেলে সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগের দিন রবিবার (৬ জুলাই) সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের পদও স্থগিত করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানিয়েছেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কী অভিযোগে পদ স্থগিত করা হলো সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে সখীপুর পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন ও সহ-সভাপতি আকবর হোসেন জানান, তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। আকবর হোসেন বলেন, “আওয়ামী দুঃশাসনামলে মিথ্যা মামলায় আমি একাধিকবার জেল খেটেছি। শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”