হিলি বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা।
বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই দাম বেড়ে ৫৫ টাকা ছাড়িয়েছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ ক্রেতারা।
দোকানিরা জানান, পেঁয়াজের মৌসুম প্রায় শেষ, ফলে স্থানীয় সরবরাহ কমছে। এছাড়া ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়ছে বাজারে। কয়েকদিন আগেও যেখানে মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ আসতো, এখন তা নেমে এসেছে ১-২ ট্রাকে।
মোকামভিত্তিক তথ্য বলছে, গত সপ্তাহে প্রতিমণ পেঁয়াজের দাম ছিল ১২০০-১৪০০ টাকা, বর্তমানে তা বাড়ে দাঁড়িয়েছে ১৮০০-২০০০ টাকায়।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতের সঙ্গে আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে। তবে এখনই আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা, কারণ দেশীয় বাজারে দাম কিছুটা স্থিতিশীল থাকলেও আমদানি খরচ তুলনামূলক বেশি পড়ে যাচ্ছে।
এ অবস্থায়, ভোক্তারা বাজারে নজরদারি ও দ্রুত আমদানির আহ্বান জানিয়েছেন, যাতে করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।