টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার পানাউল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন্নাহার শিলার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত রয়েছে নানা অভিযোগ।
তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হলেও তার ক্ষমতার জোরে কিছুই হয়নি। সংবাদকর্মীদেরও তিনি বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছেন।
আরো পড়ুন – কোন মধ্যস্বত্বভোগী রাখা হবেনা – বানিজ্য প্রতিমন্ত্রী
গত ১৬ মার্চ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভায় অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এসময় বক্তব্যও দেন পানাউল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন্নাহার শিলা।
একজন শিক্ষক হয়ে স্কুলে ক্লাস না নিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ায় জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়।
তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি শিক্ষানুরাগী সচেতন মহলের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করে তিনি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় থাকতে পারেন কিনা জানতে জেবুন্নাহার শিলার মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের মুঠোফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার সুব্রত বনিক বলেন, তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।