চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান দাখিলকৃত চার্জশিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বাদী হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আলিফের বাবা জামাল উদ্দিন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে জানান, চার্জশিটে তিন জনকে এজাহারনামীয় প্রমাণ না থাকার কারণে এবং একজনের (সুকান্ত দত্ত) সঠিক নাম-ঠিকানা না থাকার কারণে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছিল। তবে তদন্ত রিপোর্টে সুকান্ত দত্তের মূল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার উল্লেখ থাকায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আদালত মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। এর মধ্যে ২০ জন গ্রেপ্তার আছেন, বাকী ১৮ জন পলাতক।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণসহ আরও পাঁচটি মামলা দায়ের হয়।