খেতে গিয়ে জামায় তরকারির ঝোল পড়ে যাওয়াটা বিরক্তিকর ঘটনা, বিশেষ করে হালকা বা সাদা রঙের পোশাকে। হলুদের উজ্জ্বল দাগ দ্রুত ওঠে না এবং মেজাজ নষ্ট করতে পারে। তবে কিছু সহজ উপায়ে এই সমস্যা সমাধান করা সম্ভব।
ঠাণ্ডা পানির ব্যবহার: ঝোল বা তরকারি পড়ার সঙ্গে সঙ্গে পোশাকটি বেশি সময় অপেক্ষা না করে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এতে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে ৩০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিলে দাগ দ্রুত চলে যাবে।
ভিনেগার ব্যবহার: ভিনেগার এবং পানি সমপরিমাণে মিশিয়ে তাতে গুঁড়া সাবান যোগ করুন। ওই মিশ্রণে সাদা পোশাক আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে কাচা ধুয়ে নিলে পোশাকের হলুদ দাগ দূর হয়ে যাবে। এটি রঙিন পোশাকেও প্রযোজ্য।
লেবুর রস ব্যবহার: রঙিন পোশাক থেকে হলুদের দাগ তুলতে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। পোশাকের দাগ লাগা অংশে লেবুর রস লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর সাবান দিয়ে ধুয়ে নিলে দাগ পুরোপুরি উঠে যাবে।
সাধারণ কিছু ঘরোয়া উপায়ে এই ধরনের stains দ্রুত দূর করা সম্ভব, যা পোশাককে নতুনের মতো করে তোলে।











