দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান আদালতে আবেদন দাখিল করে জানান, শেখ ফজলে নূর তাপস মেয়র ও সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন।
এছাড়া তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার বেশি লেনদেন এবং ৫ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তাপস তার নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে। তাই মামলা নিষ্পত্তির আগে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখা জরুরি।