সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক ও শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা আলী আজগর ওরফে জামাল হোসেন এবং জাকির হোসেসহ। আলী আজগর মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে এবং আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। জাকির হোসেন শিমুলিয়া ইউনিয়নের মৃত মোবারক আলীর ছেলে ও ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ওসি আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে আলী আজগরকে ইউনিক এলাকায় এবং পরবর্তী সময়ে জাকির হোসেসহকে শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশের এই পদক্ষেপে আশুলিয়ায় অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে।











