সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

শিক্ষা প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি ও  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৌর এলাকার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি বলেন,পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহন করতে প্রয়োজনীয় সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার লায়লা খানম জানান, টাঙ্গাইল জেলায় সর্বমোট ৫৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।

ছাত্রী-ছাত্রীরা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করছে। সকলের পরীক্ষা ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার