সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হোটেল কর্মচারী খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন। গ্রেফতারকৃতরা হলেন—মো. ফিরোজ (২১) ও জুলেখা খাতুন (২১)।
নিহত আরাফাত খান (৩৫) ফরিদপুরের আলিপুর পাকিস্তানপাড়ার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাধানগর গ্রামে স্ত্রী শাপলা খাতুনের সঙ্গে বসবাস করতেন এবং একটি হোটেলে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ২৩ মে সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকার সওজ অফিসের পরিত্যক্ত ভবনের পেছন থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে উঠে আসে, নিহত আরাফাত ও ফিরোজ একসঙ্গে চুরির সঙ্গে জড়িত ছিলেন। পুরনো একটি চুরির পাঁচ হাজার টাকা ভাগ না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ঘটনার দিন রাতে আরাফাতের সঙ্গে দেখা করে প্রথমে তর্কাতর্কি হয় এবং একপর্যায়ে ফিরোজ তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে ডিবি।











