সিরিজ হারিয়ে হোয়াইটওয়াশে শঙ্কিত টাইগাররা
স্পোর্টস ডেস্ক : বিবর্ণ বোলিং আর হতশ্রী ব্যাটিংয়ে এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা।
মঙ্গলবার চট্টগ্রামের সেই একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সেই ম্যাচে পরাজয় এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
গত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে পারে বাংলাদেশ।
বৃষ্টি আইনে ৪৩ ওভারে আফগানদের টার্গেট নির্ধারণ হয় ১৬৪ রান।
২১.৪ ওভার খেলা শেষে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৮৩ রান করার পর আবারো শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির আগে জয়ের জন্য আফগানদের করতে হতো ২ উইকেটে ৬৭ রান; কিন্তু তারা ২ উইকেটে ৮৩ রান করে জয়ের পথেই ছিল।
আরও পড়ুন – দেলদুয়ারে আ’লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুবলীগের হামলা
বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে না গড়ানোয় ১৭ রানে জয় পায় আফগানিস্তান।
শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ (১৪৫) ও ইব্রাহিম জাদরানের (১০০) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান।
৩৩২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ফজলহক ফারুকির গতি আর মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৩.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের জয়ে ৩টি করে উইকেট নেন বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি ও অফ স্পিনার মুজিব উর রহমান।