সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ মোট ১৭২ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্তের শাহবাজপুর দিয়ে ৭৯ জন, নয়গ্রাম দিয়ে ৩২ জন এবং পাল্লাথল দিয়ে ৪২ জনকে পুশ ইন করা হয়। তাদের ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
এদিকে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভোররাতে নারী ও শিশুসহ আরও ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে কেদারগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের দাবি, তারা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে গিয়ে হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। কয়েকদিন আগে আটক হয়ে জেল খাটার পর তাদের পুশ ইন করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।