ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) সকালে এই ঘটনা ঘটে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।
আটক ব্যক্তিরা জানায়, তারা ভারতের আসামে পাঁচ বছর ধরে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের উচ্ছেদ করে ত্রিপুরায় নিয়ে গিয়ে বিএসএফের মাধ্যমে ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি বলেন, “বিজিবি ১৫ জনকে আটক করেছে বলে শুনেছি, তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।” সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।