চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তে এক মানবিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ-ভারত সীমান্ত। মঙ্গলবার (৩ জুন) সকালে ভারতের নাগরিক লোজিনা বেগমের (৮০) মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পান বাংলাদেশে বসবাসরত তার স্বজনরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক নাজমুল হাসান জানান, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামের বাসিন্দা লোজিনা বেগম অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মেয়ে ও অন্যান্য স্বজনরা বাংলাদেশের জগন্নাথপুর গ্রামে বসবাস করেন।
মায়ের মৃত্যুসংবাদ পেয়ে মৃতের মেয়ে বিজিবির কাছে মরদেহ দেখার আবেদন জানান। পরে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে মানবিক বিবেচনায় সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এস এর শূন্যরেখায় সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়।
এই সময় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বজনরা শেষবারের মতো লোজিনা বেগমকে বিদায় জানান। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মানবিক উদ্যোগ সীমান্তে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে, যা ভবিষ্যতে সীমান্ত অপরাধ কমাতে সহায়ক হবে।