সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ জুন) ভোরে অভিযান চালিয়ে বিজিবির একটি আভিযানিক দল পণ্য বোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১,৭০০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৭,২০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ক্রিম, এবং ১৮০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন বিজিবির অন্তত ২০ জন সদস্য।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তপথে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ বড় চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক বিভাগে হস্তান্তরের প্রস্তুতি চলছে।