রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার মূল আসামি ও নির্দেশদাতা টিটু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এতে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় সোহাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ অভিযোগ তোলেন। তারা বলেন, সোহাগ হত্যার মূল পরিকল্পনাকারী টিটু কোনো বাধা ছাড়াই এলাকায় বিচরণ করছেন, যা তাদের আতঙ্কে রেখেছে।
উল্লেখ্য, সম্প্রতি মিটফোর্ড এলাকায় একটি দোকানের তালা খুলে টিটু নিজের মোটরসাইকেল নিয়ে যান। ওই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে এলোপাতাড়ি পাথর ছুড়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এছাড়া, পুলিশ বাদী হয়ে একই ঘটনায় একটি অস্ত্র মামলা করে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।