সৌদি আরবে বাংলাদেশের আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
বৈঠকে আসিফ নজরুল বলেন, সৌদি আরবে আসন্ন ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশি দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত ও উপযুক্ত কর্মী পাঠানোর প্রস্তুতির কথা জানান তিনি।
তিনি আরও প্রস্তাব দেন, নিয়োগের আগে নিয়োগকর্তাদের সক্ষমতা যাচাই, আগমন-পূর্ব অনলাইন নিয়োগ চুক্তি নিশ্চিতকরণ এবং সৌদি শ্রম আইন ও সংস্কৃতি বিষয়ে নারী-পুরুষ কর্মীদের জন্য আলাদা প্রশিক্ষণ কোর্স চালু করা হোক।
ড. আসিফ নজরুল সৌদি প্রতিনিধিদের বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং সৌদিগামী কর্মীদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশি প্রশিক্ষকদের সৌদিতে ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে কর্মী গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার শ্রমবাজার সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।











