প্রতারণা ও ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। অভিযোগ উঠেছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে আটকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ভুক্তভোগী এসব শ্রমিকদের অভিযোগ, কিছু দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা সৌদিতে গিয়ে বিপদে পড়েছেন। কেউ কেউ কাজের জায়গায় না গিয়ে অন্যত্র পাঠানো হয়েছে, আবার কারও ভিসা নবায়ন করেও আটক হওয়ার ঘটনা ঘটেছে। অনেকে বলেছেন, তাদের ভিসা বৈধ থাকলেও গ্রেফতার করে ফেরত পাঠানো হয়েছে।
তারা দাবি করেন, সম্প্রতি “মার্চ ফর গাজা” কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি অবমাননার একটি অভিযোগের পর থেকে দেশটিতে বাংলাদেশিদের ওপর নজরদারি বেড়েছে। কিছু বাংলাদেশির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগের জের ধরেই বৈধ প্রবাসীরাও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান তারা।
ফেরত আসা এক শ্রমিক বলেন,
“কোনো কারণ ছাড়াই আমাদের আটক করা হয়েছে। আমাদের কাগজপত্র ঠিক ছিল, কিন্তু শুধু বাংলাদেশি পরিচয়ের কারণেই হয়রানির শিকার হতে হয়েছে।”
এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে মানবাধিকার ও অভিবাসন সংস্থাগুলোর পক্ষ থেকে।