স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাঠিবারী, রামদা খেলায় মাতোয়ারা বাসাইলবাসী

বাসাইল প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহ্যবাহী লাঠিবারী, রামদাও, সড়কি, বাঁনুটি, নড়ি ও বাওইজাকসহ নানা ধরনের খেলায় মাতোয়ারা হয়েছে বাসাইলবাসী।

কাঁসার বাদ্য আর ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলেন লাঠিয়ালরা।

শুক্রবার (২৬ মার্চ) বিকালে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

তাঁরা লাঠিবারী, রামদাও, সড়কি, বাঁনুটি, নড়ি ও বাওইজাকসহ নানা ধরনের খেলা দেখিয়ে দর্শকদের মন মাতান এলাকাবাসীর।

উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকার ২৪ জন লাঠিয়ালের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সর্দারের দায়িত্ব পালন করেন মকবুল হোসেন।

লাঠি খেলার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ। সম্পাদনা – অলক কুমার