জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন একটি ফিচার, যার মাধ্যমে সহজেই নিজের মুড, ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে— ইনস্টাগ্রাম নোট ফিচারের মতোই। আলাদা করে কাউকে মেসেজ না পাঠিয়েও এখন প্রোফাইলে ছোট একটি নোট আকারে নিজের অবস্থা সবার সঙ্গে শেয়ার করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ নিয়মিতই নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে থাকে। এবার বড় পরিবর্তন এসেছে ‘About’ সেকশনে। আগে যেখানে শুধুমাত্র সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস লেখা যেত, এখন সেই স্ট্যাটাসই আরো আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব নোট আকারে প্রদর্শিত হবে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোট ফিচারের মতো, হোয়াটসঅ্যাপের নতুন ‘About Note’-এ ব্যবহারকারীরা চাইলে নিজের মুড, চিন্তা, গানের লাইন কিংবা যেকোনো সংক্ষিপ্ত বার্তা লিখতে পারবেন। নোটটি দেখা যাবে প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মতো করে, যা যে কেউ চ্যাট খুললেই চোখে পড়ে। এমনকি ব্যবহারকারীরা চাইলে সেই নোটে রিপ্লাইও দিতে পারবেন।
নতুন ফিচারটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ খুলে প্রোফাইল ছবিতে ক্লিক করলেই ‘About’ অপশন দেখা যাবে। সেখানে প্রয়োজনীয় বার্তা লিখে সেটি কারা দেখতে পাবে এবং কতক্ষণ দৃশ্যমান থাকবে— সে সেটিংসও নির্ধারণ করা যাবে।
হোয়াটসঅ্যাপের মতে, ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রকাশভঙ্গিকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই নতুন ফিচার চালু করা হয়েছে।










