২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ পরামর্শক সভায় (FOC) উভয় পক্ষ এ বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং সিঙ্গাপুরের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি লুক গো।
সভায় বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, সংযোগ, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসে।
দুই দেশ শুল্ক সহযোগিতা, দ্বৈত কর পরিহার, অপরাধ দমনে আইনি সহায়তা ও পর্যটন খাতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মত হয়েছে।
পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বাংলাদেশের রপ্তানি পণ্য—যেমন তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক ও পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি টেকসই জ্বালানিতে বিশেষ করে বর্জ্য থেকে শক্তি উৎপাদনে সিঙ্গাপুরের সহায়তা চান তিনি।
উভয় পক্ষ সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের অবদান স্বীকার করে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণসহ মানবসম্পদ উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেয়। এছাড়া, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে সমর্থনের জন্য সিঙ্গাপুরকে ধন্যবাদ জানানো হয় এবং আসিয়ান ও আরসিইপি-তে যোগদানের আগ্রহ প্রকাশ করা হয়।