ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও দায়িত্ব নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের সিদ্ধান্ত কার্যকর হয়। এর আগে, সোমবার (২৪ নভেম্বর) লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের আগে, শনিবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা এবং দায়িত্বপালনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।











