অনলাইন ডেস্ক: করোনা মহামারির পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম আগামী ৬ আগস্ট থেকে চলবে উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ৬ আগস্ট সকালে ১১টা ৩০ মিনিট থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে এ সংক্রান্ত বিধি সংশোধন করা হয়। এরপর থেকে সুপ্রিম কোর্ট-সহ দেশের অধস্তন সব আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সোনালী/আরআর