বাংলাদেশে টাইফয়েড জ্বরের অন্যতম প্রধান কারণ হলো দূষিত পানি ও খাবারের মাধ্যমে স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, দেশের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের জন্য বিনামূল্যে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা প্রদান করা হবে।
টিসিভি টিকা নিরাপদ ও কার্যকর:
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যাচাই করা এই টিকা সারা বিশ্বে শিশুরা ব্যবহার করছে।
-
সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন: টিকা দেওয়ার স্থানে লালচে ভাব, অল্প ব্যথা, সামান্য জ্বর, মাথা ব্যথা বা ক্লান্তি।
কারা টিকা নিতে পারবেন:
-
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা।
-
শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের জন্য নির্ধারিত ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র।
কোথায় এবং কীভাবে টিকা দেওয়া হবে:
-
২ বছরের কম শিশুদের: উরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে ০.৫ মিলি টিকা।
-
২ বছরের বেশি শিশুদের: বাহুর উপরের বাইরের অংশে ডেল্টয়েড মাংসপেশিতে।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
১৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এই ক্যাম্পেইনে টিকা পাবেন না, তবে চিকিৎসকের পরামর্শে নিজ উদ্যোগে নিতে পারবেন।
-
গর্ভবতী বা দুগ্ধদানকারী মা-দের জন্য টিকা অনুমোদিত নয়।
-
সংক্রমণজনিত পূর্বে টিকা গ্রহণ করলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
-
পূর্বে টাইফয়েডে আক্রান্ত শিশু টিকাদান ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
-
একইসাথে অন্য যেকোনো টিকা গ্রহণ করা যায়।
টিকা নেওয়ার জন্য নিবন্ধন:
-
জন্ম নিবন্ধন সনদের ১৭-অঙ্কের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন যেকোনো শিশু যদি নির্ধারিত দিনে টিকা নিতে না পারে, তবে সংশ্লিষ্ট ইপিআই কেন্দ্র থেকে পরে টিকা নিতে পারবে।